জয়পুরহাটে ১০৯০ পিস ইয়াবাসহ আটক ২
জয়পুরহাট সদর উপজেলার ধারকী ব্রিজ এলাকা থেকে ১ হাজার ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা। বুধবার বেলা ১১ টায় মাদক কেনাবেচার সময় তাদের আটক করা হয়।
আটকরা হলেন- জয়পুরহাটের কালাই উপজেলার উতরাইল গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে সানাউল হোসেন (৪২) ও একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মতিয়র রহমান (৬০)।
জয়পুরহাট র্যাব ক্যাম্প অধিনায়ক মেজর হাসান আরাফাত জানান, ইয়াবাসহ মাদক কেনা-বেচার গোপন সংবাদ পেয়ে জয়পুরহাট সদর উপজেলায় র্যাব সদস্যরা অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও র্যাব সদস্যরা ১ হাজার ৯০ পিস ইয়াবাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। আটকদের জয়পুরহাট সদর থানায় সোপর্দ করাসহ এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।
রাশেদুজ্জামান/এসএস/এমএস