মে দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে চালক নিহত


প্রকাশিত: ১২:২৬ পিএম, ০১ মে ২০১৬

জয়পুরহাটের আক্কেলপুর থানা মোড়ের সামনের রাস্তায় ভটভটি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক বাদল হোসেন (৪৫) নিহত হয়েছেন। রোববার বিকেল তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদল নওগাঁর বদলগাছী উপজেলার চকতাহের গ্রামের মৃত শরিফ উদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বেলা তিনটার দিকে ওই অটোরিকশা চালক মে-দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে আক্কেলপুর-জয়পুরহাট সড়কের আক্কেলপুর থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এসময় স্থানীয়রা আহত অবস্থায় ওই বাদলকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় পুলিশ ভটভটি আটক করতে পারলেও চালককে আটক করতে পারেনি। ফলে ভটভটি চালকের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে বলেও তিনি আরও জানান।

রাশেদুজ্জামান/এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।