জামালপুরে ১০ হাজার মণ পাট ভস্মীভূত
জামালপুরে ৩টি পাটের গুদামে আগুন লেগে ১০ হাজার মণ পাট পুড়ে গেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের তমালতলা পাটগুদাম এলাকায় ফারুকের পাটের গুদামে অগুনের সূত্রপাত হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা ১১টার দিকে শহরের তমালতলা পাটগুদাম এলাকায় ফারুকের পাটের গুদামে অগুনের সূত্রপাত হয়। মূহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী লুৎফর রহমান ও বিজন কুমারের গুদামে। খবর পেয়ে জামালপুর ও শেরপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। বজ্রপাতে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১০ হাজার মণ পাটের ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।
জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান ও পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শুভ্র মেহেদী/এফএ/এবিএস