বেসিক ব্যাংকে অর্থ আত্মসাৎ : আটক ২
বেসিক ব্যাংকের ৭০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় মামলায় জামালপুর থেকে শামীম আহম্মেদ সুজা এবং সরোয়ার জাহান নামে দুই ব্যবসায়ীকে আটক করেছে দুদক। শুক্রবার গভীর রাতে জামালপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দুদক ঢাকা হেড কোয়ার্টারের উপ-পরিচালক মো. ইব্রাহিম জানান, বেসিক ব্যাংক ঢাকা শান্তিনগর শাখা থেকে ৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ২৩ সেপ্টেম্বর বেসিক ব্যাংকের কর্মকর্তাসহ ১৪ জনের নামে পল্টন থানায় দণ্ডবিধি ৪০৯/১০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা করে দুদক। শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে ওই মামলার অভিযুক্ত আসামি এম আর এন অটো ব্রিক্স লিমিটেডের পরিচালক শামীম আহম্মেদ সুজাকে জামালপুর শহরের স্টেশন রোডের বাসা থেকে এবং সরোয়ার জাহানকে পৌর এলাকার ছোনকান্দা থেকে আটক করা হয়। আটকরা দুইজন সহোদর বলে জানা গেছে।
শনিবার দুপুরে জামালপুুর ম্যাজিস্ট্রেট আদালতে আটকদের সোপর্দ করা হয়। এর আগে একই মামলায় জামালপুরের আরেক ব্যবসায়ী স্পন্দন তেলের স্বত্বাধিকারী সৈয়দ হাছিবুল গণী গালিবকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।
অভিযান পরিচালনাকালে দুদক ঢাকা হেড কোয়ার্টারের উপ-পরিচালক মো. ইব্রাহিম ছাড়াও উপ-পরিচালক ঋত্বিক সাহা, শামসুল আলম ও ঢাকা পুলিশ হেড কোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
শুভ্র মেহেদী/এফএ/এমএস