ছোট ভাইয়ের ঘুষিতে প্রাণ গেল বড় ভাইয়ের


প্রকাশিত: ০২:১৩ পিএম, ০৫ মে ২০১৬

খুলনা মহানগরীর গোবরচাকা এলাকায় ছোট ভাইয়ের এক ঘুষিতে বড় ভাই কামরুল ইসলাম কল্লোলের (৪২) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর ছোট ভাই ফিরোজ আরেফিনকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।

নগরীর সোনাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস জানান, পারিবারিক কলহের জের ধরে নগরীর গোবর চাকা খালাসী মাদরাসা এলাকার লুৎফর রহমানের ছেলে খুলনা সিটি কর্পোরেশনে কর্মরত কল্লোল ও খুলনা কলেজের ক্রীড়া শিক্ষক ফিরোজের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ফিরোজ ঘুষি মারে কল্লোলকে। ঘুষি মাথায় লাগার সঙ্গে সঙ্গে কল্লোল মাটিতে লুটিয়ে পড়েন। এরপর সেখানেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফিরোজকে গ্রেফতার করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আলমগীর হান্নান/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।