সাদুল্যাপুরে ১০৬টি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ


প্রকাশিত: ০৬:২৩ এএম, ০৬ মে ২০১৬

৭ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ১১ ইউনিয়নের ১০৬টি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে প্রশাসন।

জানা গেছে, উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৯০টি ভোটকেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ ও ১৬ কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রের ঝুঁকি এড়াতে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলে প্রশাসনের একটি সূত্র নিশ্চিত করেছে। এছাড়াও র্যাব, পুলিশ ও বিজিবির একাধিক মোবাইল টিম সব সময় নির্বাচনী মাঠে টহলে থাকবে।

সাদুল্যাপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দেশের চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের তফশিল অনুযায়ী আগামী ৭ মে উপজেলার ১১ ইউনিয়নে সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৯ হাজার ১৪৬ জন। এর মধ্যে পুরুষ ১ লক্ষ ৭ হাজার ২১২ জন ও নারী ১ লক্ষ ১১ হাজার ৯৩৪ জন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে বলে নিশ্চিত করেছে নির্বাচন অফিস।

অমিত দাশ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।