সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন


প্রকাশিত: ০৮:৫৯ এএম, ৩০ এপ্রিল ২০১৬

চট্টগ্রামে অবৈধ ভূমি দখল নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির দায়িত্ব পালন করতে গিয়ে দীপ্ত টিভির প্রতিবেদক আনিসুর রহমান ও ক্যামেরা পারসন মাসুদ দেওয়ান হামলার শিকার হয়েছেন। এ সময় আরও দুই সাংবাদিককে মারধর করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে  শনিবার সকালে গাইবান্ধায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়া এবং অনলাইনের সাংবাদিকরা মানববন্ধন করেছেন।

সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে শহরের ডিবি রোডে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দ লাল দাস, দৈনিক জনসংকেতের সম্পাদক দীপক কুমার পাল, তাজুল ইসলাম রেজা, দৈনিক মাধুকরের সম্পাদক ও ডেইলি স্টার প্রতিনিধি কেএম রেজাউল হক, জেলা জাসদ নেতা জিয়াউল হক জনি, সাংবাদিক উজ্জ্বল চক্রবর্তী, হেদায়েতুল ইসলাম বাবু, খায়রুল ইসলাম, মিলন খন্দকার, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ভবতোষ রায় মনা, ফজলে রাব্বী প্রমুখ।

বক্তারা বলেন- অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনে তৎপরতার কারণে ক্রমান্বয়ে সন্ত্রাসী ও ভুমি দস্যুরা সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে উঠছে। ফলে দেশব্যাপী সাংবাদিক নির্যাতন অব্যাহত রয়েছে। সর্বশেষ চট্টগ্রামেও সাংবাদিকরা হামলার শিকার হয়েছেন। বক্তারা চট্টগ্রামে দীপ্ত টিভির সাংবাদিকদের নির্যাতনকারী ভূমি দস্যুদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

অমিত দাশ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।