নাটোর সুগার মিলে শ্রমিকদের বিক্ষোভ


প্রকাশিত: ০৫:৪৮ এএম, ০৭ মে ২০১৬

সর্বনিম্ন বেতন ৮ হাজার ৭৫০ এবং সবোর্চ্চ ১৩ হাজার ৫০০ টাকা বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে নাটোর সুগার মিলস গেটে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিক-কর্মচারীরা। শনিবার সকাল ৮টার দিকে নাটোর সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে মিল গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- নাটোর সুগার মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মাদ হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন সরকার প্রমুখ।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের ১০ মাস পার হলেও এখন পর্যন্ত জাতীয় মজুরি স্কেল বাস্তবায়ন করা হয়নি। তাই অবিলম্বে ২০১৫ সালের ১ জুলাই থেকে প্রস্তাবিত জাতীয় মজুরি স্কেল ঘোষণাসহ ৬ দফা দাবি বাস্তবায়নে জোর দাবি জানানো হয়।

এছাড়া ৬ দফা দাবি বাস্তবায়ন না হলে প্রত্যেক রাষ্ট্রয়াত্ত্ব কারখানা গেটে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে।

রেজাউল করিম রেজা/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।