সোনাইমুড়ীতে ১৪টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত


প্রকাশিত: ০৭:১৪ এএম, ০৭ মে ২০১৬

ব্যাপক জাল ভোট ও কেন্দ্র্র দখলের অভিযোগে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ১৪টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছেন স্ব স্ব কেন্দ্রের প্রিসাইডিং অফিসার।

Noakhali-Sonaimuri

স্থগিত হওয়া কেন্দ্রগুলো হলো- বজরা ইউনিয়নের ৮ নং শীলমুদ দারুল উলমু মাদরাসা, ৯ নং বগাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাটেশ্বর ইউনিয়নের ৭ নং উত্তর নাটেশ্বর আশরাফুল উলুম মাদরাসা, সোনাপুরের ৪ নং মেরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেওটি ইউনিয়নের ২ নং বাগপাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়াগ ইউনিয়নের ভাওরকোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়, নদনা ইউনিয়নের ৪ নং দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫ নং উত্তর শাকতলা আছিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়,৬ নং দক্ষিণ শাকতলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, চাষীরহাট ইউনিয়নের ৭ নং কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অম্বরনগর ইউনিয়নের ২ নং হাজী জহির উদ্দিন বাড়ি ফোরকানিয়া মাদরাসা, ৩ নং অম্বরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪ নং অম্বরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫ নং পূর্ব অম্বরনগর কাসেম মিঝি বাড়ির সামনের মক্তব।

জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. মনির হোসেন জাগো নিউজকে জানান, আরো কিছু কেন্দ্র্র স্থগিত হতে পারে।

মিজানুর রহমান/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।