মাগুরায় একটি কেন্দ্রের ভোট স্থগিত
মাগুরার গঙ্গারামপুর ইউনিয়নের বামনখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের পক্ষে জোর পূর্বক প্রায় ৩শ` ব্যালট পেপারে সিল মারার অভিযোগে ওই কেন্দ্রের নির্বাচন বন্ধ ঘোষণা করা হয়েছে। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তপন কুমার ঠাকুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এছাড়া মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বিএনপি প্রার্থী সাবু মিয়া নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকায় ও নৌকা প্রতীকের কর্মী সমর্থকদের বিভিন্ন কেন্দ্রে প্রশাসনের সহযোগিতায় প্রভাব বিস্তার করার অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
আরাফাত হোসেন/এসএস/এবিএস