ভোলায় বাস-অটোরিকশার ধাক্কায় নিহত ২
ভোলায় বাস ও অটোরিকশার ধাক্কায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। সোমবার (২১ অক্টোবর) দুপুরের দিকে পৃথক দুর্ঘটনা তাদের মৃত্যু হয়।
তারা হলো, জেলার বোরহানউদ্দিনের দাদাল বাজার গ্রামের এলাকার মো. সামছুল হকের ছেলে মো. সফু হক ও সদর উপজেলার আলীনগর ইউনিয়নের পণ্ডিতের পোল এলাকার মো. হানিফের ছেলে মো. ওমর সানি (৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে ভোলার আলীনগর পণ্ডিতের পুল এলাকায় শিশুদের সঙ্গে রাস্তায় খেলাধুলা করছিল ওমর সানি। ওই সময় একটি অটোরিকশা শিশুটিতে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
অন্যদিকে দুপুরে বোরহানউদ্দিন উপজেলার দালাল বাজার এলাকায় সড়ক পার হওয়ার সময় বাসের চাপা পরে সফু হক নিহত হন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারভেজ ও বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জুয়েল সাহা বিকাশ/আরএইচ/এএসএম