ভাসানচরে গেলেন আরও ৯০১ রোহিঙ্গা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ২৯ অক্টোবর ২০২৪

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া থেকে ২৪তম ধাপে আরও ৯০১ রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছেন। এরমধ্যে ৫০৬ জন নতুন বসবাসের জন্য এবং বাকি ৩৯৫ জন আত্মীয়দের সঙ্গে দেখা করে ফিরে গেছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে নৌবাহিনীর চারটি জাহাজে করে রোহিঙ্গারা ভাসানচর পৌঁছেন। এ নিয়ে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গা নাগরিকের সংখ্যা দাঁড়াল প্রায় ৪০ হাজারে।

ভাসানচরে গেলেন আরও ৯০১ রোহিঙ্গা

নৌবাহিনী সূত্র জানায়, নৌবাহিনীর ব্যবস্থাপনায় ও জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তত্ত্বাবধানে কক্সবাজার থেকে বানৌজা পেঙ্গুইন, ডলফিন, টুনা ও বানৌজা তিমি যোগে ৯০১ জন রোহিঙ্গাকে ভাসানচরে আনা হয়।

রোহিঙ্গাদের জাহাজ থেকে নামানোর পর নৌবাহিনীর পন্টুন সংলগ্ন হ্যালিপ্যাডে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে গাড়িতে করে বিভিন্ন ক্লাস্টারে বসবাসের জন্য হস্তান্তর করা হয়।

ভাসানচরে গেলেন আরও ৯০১ রোহিঙ্গা

রোহিঙ্গাদের আগমণের বিষয়টি নিশ্চিত করে ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জাগো নিউজকে বলেন, নতুন আসা ৫০৬ জনকে নিরাপদে ১১৪, ১১৫ ও ১১৬ নম্বর ক্লাস্টারে পৌঁছে দেওয়া হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।