তেলের দাম কমলেও কমেনি পরিবহন ভাড়া


প্রকাশিত: ০৩:৩৩ এএম, ১১ মে ২০১৬
ফাইল ছবি

জ্বালানি তেলের দাম কমানোর ১৭ দিন পার হলেও কমেনি যাত্রীদের গাড়ি ভাড়া। যাত্রীদের অভিযোগ, তেলের দাম বাড়তে পারে এমন ঘোষণা আসলেই গাড়ি ভাড়া বাড়িয়ে দেন কর্তৃপক্ষ। কিন্তু তেলের দাম কমলেও এখনো গাড়ি ভাড়া কমানো হয়নি।

ঝালকাঠির পদ্মা অয়েল কোম্পানির ডিপো সুপার সৈয়দ মইনুল হক বলেন, ২৪ এপ্রিল থেকে জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। প্রতি লিটারে ১০ টাকা দাম কমিয়ে পেট্রলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৬ টাকা থেকে ৮৬ টাকা এবং অকটেনের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯ টাকা থেকে ৮৯ টাকা। আবার প্রতি লিটারে ৩ টাকা দাম কমিয়ে ডিজেল এবং কেরোসিনের দাম নির্ধারণ করা হয়েছে ৬৮ টাকা থেকে ৬৫ টাকা। ২৪ এপ্রিল থেকেই আমরা সরকারি ঘোষণা অনুযায়ী নির্ধারিত মূল্যে জ্বালানি তেল সরবরাহ করা শুরু করেছি।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝালকাঠি থেকে বরিশালের ১৭ কিলোমিটার দূরত্বে ২০০১ সালে গাড়ি ভাড়া নেয়া হতো ১৫ টাকা। এরপর দফায় দফায় তেলের দাম বাড়লে গাড়ি ভাড়াও বাড়তে থাকে। বর্তমানে গাড়ী ভাড়া রাখা হয় ৩০ টাকা। তেলের দাম যদি ১ টাকা বাড়ার ঘোষণা হয় তাহলেই গাড়ি ভাড়া বেড়ে যায় মাথা পিছু ৫ টাকা। কিন্তু এখন তেলের দাম কমেছে। তবে কারো গাড়ি ভাড়া কমানোর জন্য মাথা ব্যথা নেই।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা বলেন, বিষয়টি নিয়ে পরিচালক মহোদয়ের সঙ্গে কথা বলে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সঙ্গে আলোচনা করে ভাড়া কমানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আতিকুর রহমান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।