দুবৃর্ত্তদের হামলায় আ.লীগ কর্মী নিহত


প্রকাশিত: ০২:২৫ এএম, ১২ মে ২০১৬

কুষ্টিয়ার দৌলতপুরে দুবৃর্ত্তদের হামলায় আক্কাস আলী (৩৮) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের প্রাগপুর মাঠে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত আক্কাস আলী দৌলতখালী গোডাউন বাজার গ্রামের মৃত রহমত সর্দারের ছেলে।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ কর্মী আক্কাস আলী নাসির নামে এক যুবলীগ নেতাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে প্রাগপুর থেকে দৌলতপুর যাচ্ছিলেন।

এসময় আগে থেকে ওৎ পেতে থাকা একদল দুবৃর্ত্ত তার মোটরসাইকেলের গতিরোধের চেষ্টা করে। আক্কাস আলী মোটরসাইকেল না থামিয়ে দ্রুত গতিতে আসার চেষ্টা করলে দুবৃর্ত্তরা তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে মোটরসাইকেলের পিছনে থাকা নাসির খবর দিলে মথুরাপুর ক্যাম্পের পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আক্কাস আলীর মরদেহ উদ্ধার করে।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শাহীন জানান, দুবৃর্ত্তরা আক্কাস আলীকে কুপিয়ে হত্যা করেছে। তবে কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি।

আল মামুন সাগর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।