কুমিল্লায় ১৯ বছর পর জামায়াতের সম্মেলন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১০:৩৮ এএম, ০৬ ডিসেম্বর ২০২৪

দীর্ঘ ১৯ বছর পর কুমিল্লায় অনুষ্ঠিত হচ্ছে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে টাউন হল মাঠে এ সম্মেলন শুরু হয়। এরই মধ্যে পূর্ণ হয়ে গেছে মাঠ।

সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নগরীর কান্দিরপাড়, টমচম ব্রিজ রোড, ঝাউতলা রোড, জিলা স্কুল রোড, সার্কিট হাউজ রোড, প্রেস ক্লাব মোড়সহ নগরীর বিভিন্ন এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত নগরী।

বেলা সাড়ে ১১টা থেকে কুমিল্লা টাউন হল মাঠে এ সম্মেলনে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

টাউন হল মাঠ ছাড়াও নারী নেতাকর্মীদের জন্য আলাদাভাবে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্যান্ডেল স্থাপন করা হয়েছে।

জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরের আমির কাজী দীন মোহাম্মদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে আছেন কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মু তাহের।

অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আব্দুর রব, সাবেক চাকসু ভিপি ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, কুমিল্লা মহানগরীর নায়েবে আমির মু. মোছলেহ উদ্দিন ও এ কে এম এমদাদুল হক মামুন।

এর আগে একই মাঠে কুমিল্লায় জামায়াতের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৫ সালে। সে সময় প্রধান অতিথি ছিলেন তৎকালীন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী।

জাহিদ পাটোয়ারী/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।