শাহপরীর দ্বীপ পরিদর্শনে পর্যটন উপদেষ্টা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ পরিদর্শনে যান বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ।

শুক্রবার (৬ ডিসেম্বর)সকাল ১০টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের গোলারচর এলাকা পরিদর্শনে আসেন তিনি।

শাহপরীর দ্বীপ পরিদর্শনে পর্যটন উপদেষ্টা

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ, পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহানসহ ৬-৭ কর্মকর্তা শাহপরীর দ্বীপে আসেন।

তারা শাহপরীর দ্বীপ বেড়িবাঁধ ও জেটিঘাট পরিদর্শন করেন। পরে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় দুপুরের দিকে শাহপরীর দ্বীপ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেন।

জাহাঙ্গীর আলম/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।