টেকনাফে চাঞ্চল্যকর আব্দুর রহমান হত্যার পরিকল্পনাকারী আটক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ, কক্সবাজার
প্রকাশিত: ১২:৩৩ এএম, ০৭ ডিসেম্বর ২০২৪
ছবি- সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে ইয়াবা লেনদেনের বিরোধের জেরে ছুরিকাঘাত ও গুলিতে নিহত আব্দুর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী বদি আলমকে আটক করেছে র‌্যাব-১৫।

আটক বদি আলম টেকনাফের হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া পাড়া নজির আহমদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ ১৬টি মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার র‍্যাব-১৫ এর (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

তিনি বলেন, গত ১৭ নভেম্বর রাতে টেকনাফের হোয়াইক্যং সাতঘরিয়া পাড়ার আব্দুর রহমান ও তার প্রতিপক্ষ ইয়াবা কারবারিদের সাথে লেনদেনকে কেন্দ্র করে বাজারে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। ঘটনার মূল পরিকল্পনাকারী বদি আলম তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে পাশবিক ও বর্বরোচিত কায়দায় আব্দুর রহমানকে আঘাত করে এবং বদি আলমের সঙ্গে থাকা অন্য সঙ্গীদের মধ্যে একজন গুলি করলে সে নিহত হয়। ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনার পরে র‌্যাব-১৫ সদরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বদি আলম ঈদগাঁও নাপিতখালীতে আত্মগোপনে রয়েছে। এমন তথ্যমতে শুক্রবার (৬ ডিসেম্বর) দিনগত রাতে অভিযান পরিচালনা করে বদি আলমকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, আটক বদি আলমের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় তিনটি হত্যা, পাঁচটি অস্ত্র, ছয়টি মাদক, একটি ডাকাতি প্রস্তুতি ও একটি অন্যান্য মামলাসহ মোট ১৬টি মামলার তথ্য পাওয়া যায়। আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জাহাঙ্গীর আলম/জেএএম/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।