টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:১২ এএম, ১০ ডিসেম্বর ২০২৪
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ অজ্ঞাত দুইজন নিহত হয়েছেন। সোমবার (৯ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলরুটের টঙ্গীর বনমালা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহত দুজনই পুরুষ। এর মধ্যে একজনের বয়স ৩০ ও অপরজনের বয়স ১০ বছর বলে ধারণা করা যাচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে তারা সম্পর্কে বাবা-ছেলে।

পুলিশ জানায়, টঙ্গীর বনমালা এলাকায় কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তারা নিহত হন। নিহতরা রেললাইন দিয়ে হাঁটছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ছোটন শর্মা বলেন, নিহতরা বাবা-ছেলে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা চলছে।

আমিনুল ইসলাম/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।