হত্যা মামলায় গ্রেফতার ‘সি ইউ নট ফর মাইন্ড’ বলে ভাইরাল শ্যামল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ১০ ডিসেম্বর ২০২৪

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল আওয়ামী লীগ কর্মী শ্যামল চন্দ্রকে (৩৮) একটি হত্যা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলার সুন্দরগঞ্জ উপজেলায় জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যায় করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

শ্যামল চন্দ্র উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের মৃত নেপাল চন্দ্রের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

তিনি ‘সি ইউ নট ফর মাইন্ড’ ও ‘হ্যাভ অ্যা রিল্যাক্স’ এসব বাক্য ব্যবহার করে নেটিজেনদের আলোচনার পাত্র বনে যান।

পুলিশ জানায়, দুপুর সোয়া ১টার দিকে অভিযান চালিয়ে উপজেলার বামনডাঙ্গা স্টেশন বাজার এলাকা থেকে শ্যামল চন্দ্রকে গ্রেফতার করা হয়। শ্যামল চন্দ্র জামায়াত কর্মী শাহাবুল হত্যা মামলার এজহার নামীয় ৩৪ নম্বর আসামি।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, গ্রেফতার শ্যমলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বামনডাঙ্গার মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শাহাবুল ইসলাম নামের এক জামায়াত কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা হয়। এ ঘটনায় সাড়ে ১০ বছর পর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে ২২ অক্টোবর সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রীসহ ৭৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

এ এইচ শামীম/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।