জয়পুরহাটে বজ্রপাতে নিহত ২
জয়পুরহাট সদর ও ক্ষেতলালে বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় নারীসহ আরো দুইজন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।
বজ্রপাতসহ প্রবল বৃষ্টিপাতের সময় জয়পুরহাট সদর সতিঘাটা গ্রামে বজ্রপাতে নামে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার তুলশীগঙ্গা নদী তীরবর্তী সতিঘাটা মাঠে ধান ক্ষেতে কাজ করার সময় রফিকুল ইসলাম (৩৩) বজ্রপাতে মারা যায়। মৃত রফিকুল ইসলাম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ইসমাইল হোসেনের ছেলে। নিহতের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে বলে এলাকাবাসীরা জানান। এ সময় আফজাল হোসেন (৪০) নামে ওই গ্রামের এক শ্রমিকও আহত হয়েছেন ।
এদিকে, একই উপজেলার বেড়ইল গ্রামের নিশিকান্তের স্ত্রী গায়ত্রী রানী (৩২) বজ্রপাতে আহত হয়েছেন। আহতদের মধ্যে আফজালকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং গায়ত্রী রানীকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, সকাল সাড়ে ১০টার দিকে জেলার ক্ষেতলাল উপজেলার ঘুগইল গ্রামে ধান কাটার সময় বজ্রপাতের ঘটনায় মানিক মিয়া (৩৫) নামে আরো এক দিন মজুরের মৃত্যু হয়েছে। নিহত মানিক একই গ্রামের আসালুজ্জামানের ছেলে।
জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ও ক্ষেতলাল থানা পুলিশের দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক রশিদ ভদ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাশেদুজ্জামান/এসএস/এমএস