বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি
নওগাঁর পােরশায় বাসের ধাক্কায় আব্দুল জব্বার (৫৫) নামে এক বাইসাইকেল আরােহী নিহত হয়েছেন। নিহত আব্দুল জব্বার উপজেলার ছাতিয়া গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে। শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার সরাইগাছি এলাকায় এ ঘটনা ঘটে।
পোরশা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, বিকেলে বাইসাইকেল যােগে উপজেলার সরাইগাছি মোড় থেকে গ্রামের বাড়ি ফিরছিলেন জব্বার। পথিমধ্যে দেয়োহারা মোড়ে পৌঁছালে পিছন দিক থেকে আসা পোরশা থেকে নওগাঁগামী একটি বাস (সিলেট-জ-১১-০১১৯) তাকে ধাক্কা দেয়।
তাৎক্ষণিকভাবে আহত অবস্থায় তাকে উদ্ধার করে পােরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা বেগতিক দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আব্দুল জব্বার মারা যান। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এআরএ/আরআইপি