শ্রমিকদের কর্মবিরতিতে পণ্য পরিবহন বন্ধ, মোংলায় অচলাবস্থা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৪

নৌযান শ্রমিকদের কর্মবিরতির প্রভাব পড়েছে মোংলা বন্দরে। বন্দরে অবস্থানরত ১৪ বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে পণ্য খালাস হলেও পরিবহন সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে নৌপথে সৃষ্টি হয়েছে অচলাবস্থা।

এর আগে শুক্রবার থেকে কর্মবিরতি পালন শুরু করেন নৌযান শ্রমিকরা।

চাঁদপুরে নৌযান শ্রমিক খুনের প্রতিবাদ ও বিচারের দাবিসহ খুন হওয়া প্রত্যেকের পরিবারকে ২০ লাখ টাকা করে অনুদান এবং নৌরুটে চুরি-ডাকাতি বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য এ কর্মসূচি পালন করছেন সারাদেশের নৌযান শ্রমিকরা।

মোংলার নৌযান শ্রমিক নেতা মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, দাবি না মানা পর্যন্ত আমাদের কর্মবিরতি অব্যাহত থাকবে। কর্মবিরতির একদিন অতিবাহিত হয়ে গেলেও মালিক এবং সরকার কোনো পক্ষই দাবির বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। তাই কর্মবিরতি চলছে, চলবে।

আবু হোসাইন সুমন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।