পিকআপের ধাক্কায় ডিবি পুলিশ নিহত


প্রকাশিত: ১২:৫৫ পিএম, ১৫ মে ২০১৬

নেত্রকোনায় পিকআপ ভ্যানের ধাক্কায় ডিবি পুলিশের সদস্য মাহবুব আলমের (৪৮) মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন খোরশেদ নামে অপর এক পুলিশ সদস্য। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে মদন সড়কের আটপাড়ার অভয়পাশা এলাকায় এ ঘটনা ঘটে।

নেত্রকোনার ডিবির ওসি একেএম কাউসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুইটি মোটরসাইকেল যোগে সদর থানার চারজন গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযানে যাচ্ছিলেন। তারা উপজেলার অভয়পাশা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৮২৪৬২) একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় ওই অটোরিকশাটি ডিবি পুলিশ বহনকারী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মাহবুব এবং খোরশেদ রাস্তায় ছিটকে পড়েন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মাহবুবকে মৃত ঘোষণা করেন। পিকআপ ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছেন।

পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত পুলিশ কনস্টেবলের বাড়ি গাজিপুরের কালীগঞ্জে। যেহেতু তিনি সরকারি কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মারা গেছেন, সেহেতু তাকে নিয়মমাফিক আর্থিক অনুদানের ব্যবস্থা করা হবে।   

কামাল হোসাইন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।