বিমান বাহিনী প্রধান

বগুড়া বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ১২ জানুয়ারি ২০২৫

দেশের নবম বিমানবন্দর হিসেবে বগুড়া বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান।

রোববার (১২ জানুয়ারি) বগুড়ায় বিমানবন্দর এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

‘এ বিমানবন্দর নিয়ে আগের সরকারকে একাধিকবার প্রস্তাব দিলেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি। আমরা নতুন করে প্রস্তাব দেবো। তবে বাজেট পেলেও স্বল্প পরিসরে চালু করতে কমপক্ষে একবছর সময় লাগবে’ বলে জানান তিনি।

বিমানবাহিনী প্রধান আরও বলেন, এ বিমানবন্দর চালু করতে হলে প্রয়োজন সর্বনিম্ন ৬ হাজার ফুট রানওয়ে, তবে আছে ৪৭০০ ফুট। এটি চালু হলে অর্থনৈতিক পরিসর আরও সমৃদ্ধ হবে।

এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।