দেশের প্রথম মধুর হাট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:৩০ পিএম, ১৩ জানুয়ারি ২০২৫

বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমির উদ্যোগে দেশের প্রথম মধুর হাট উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৩জানুয়ারি) একাডেমির আইসিটি ভবনে ‘বাংলাদেশে মধু উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার মহাপরিচালক ড. এ কে এম অলি উল্যা। অতিরিক্ত মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সহকারী পরিচালক সুষ্মিতা তাসনীমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রমের নির্বাহী পরিচালক সাকিউল মিল্লাত মোর্শেদ, একাডেমির যুগ্ম পরিচালক (প্রশাসন) দেলোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মতলবুর রহমান, হাজী মোহাম্মদ দানেস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন সরকার ও একাডেমির উপ-পরিচালক মোছা. রেবেকা সুলতানা।

বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. এ কে এম অলি উল্যা বলেন, দেশে প্রথম মধুর হাট উদ্বোধন করা হলো। হাটে প্রতি সোমবার আরডিএর হোলসেল মাকের্টে বসবে।

তিনি আরও বলেন, একাডেমির কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ইউনিটসংলগ্ন মধুর হাট থেকে কাঁচা মধু পাইকারি ক্রয় করে দেশের বড় খাদ্য প্রক্রিয়াজাতকরণ কোম্পানিগুলো বাজারে আনবে। এতে বিদেশি মধু বাজারজাতকরণ কোম্পানির উপর নির্ভরশীলতা কমবে। ফলে সাধারণ মানুষ ন্যায্য মূল্যে হাতের নাগালে নিরাপদ ও খাঁটি মধু পাবে।

এল.বি /এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।