গরু চুরি করে ভূরিভোজন

মাদারগঞ্জে সেই দম্পতিসহ তিনজনকে বিএনপি থেকে বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৮:১২ পিএম, ১৪ জানুয়ারি ২০২৫

জামালপুরের মাদারগঞ্জে কৃষকের গরু চুরি করে ভূরিভোজন করায় বিএনপি নেতা ও তার স্ত্রী মহিলা দল নেত্রীসহ তিনজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় ১২ জনকে আসামি করে মামলা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষতির এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

ঘটনায় জড়িত স্বেচ্ছাসেবক দল জামালপুর জেলা শাখার সদস্য রতন সরদারকেও দল থেকে অব্যাহতি দিয়ে সাতদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গত ১১ জানুয়ারি মাদারগঞ্জ উপজেলার জুনাইল রাইসিয়া বালিকা দাখিল মাদরাসা প্রাঙ্গণে উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশের কর্মী-সমর্থকদের জন্য ভূরিভোজনের আয়োজন করে মাদারগঞ্জের আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী, তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ বিষয়ক সম্পাদক লায়লা খাতুন ইতি।

ভোজের বিরিয়ানি রান্নার জন্য গত ১০ জানুয়ারি রাতে উপজেলার জোরখালী ইউনিয়নের খামারমাগুরা গ্রামের কৃষক এফাজ মন্ডলের গোয়ালঘর থেকে একটি গরু চুরি করে জবাই করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। প্রতিবেশী ও স্থানীয়দের সহায়তায় গরুর চামড়াসহ একই এলাকার কসাই বজলু প্রামাণিককে হাতেনাতে ধরেন কৃষক এফাজ মন্ডল। বিষয়টি জানাজানি হলে মুহাম্মদ মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী ও তার স্ত্রী লায়লা খাতুন ইতি বাড়ি থেকে পালিয়ে যান। পরে পুলিশ বিএনপি কর্মী সুমন মন্ডল ও কসাই বজলু প্রামাণিককে আটক করে।

ঘটনার দিন সন্ধ্যায় আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি ও সাতদিনের মধ্যে বক্তব্য প্রদানের নির্দেশ দেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান।

এদিকে এ ঘটনায় কৃষক এফাজ মন্ডল বাদী হয়ে ১২ জনের নামে মাদারগঞ্জ মডেল থানায় মামলা করেন।

এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।