সিদ্ধিরগঞ্জ

৫ বছরেও শেষ হয়নি হাতিরঝিল আদলে লেক বাস্তবায়ন প্রকল্প

মো. আকাশ মো. আকাশ , উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ১৭ জানুয়ারি ২০২৫
প্রকল্প বাস্তবায়ন হলে হাতিরঝিলের রূপ নেবে সিদ্ধিরগঞ্জ লেক/ছবি-জাগো নিউজ

শিল্পনগরী হিসেবে দেশব্যাপী পরিচিত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ। অপরিকল্পিতভাবে অসংখ্য শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠায় এখানে তুলনামূলক জনসংখ্যাও বেশি। শুধু রপ্তানিমুখী আদমজী ইপিজেডেই প্রায় লাখের কাছাকাছি শ্রমিকের কর্মস্থল। ফলে ঘনবসতিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত সিদ্ধিরগঞ্জ। চারপাশে শিল্পপ্রতিষ্ঠান আর বাড়িঘরের কারণে প্রাকৃতিক সৌন্দর্য নেই বললেই চলে।

প্রাকৃতিক সৌন্দর্য বাড়াতে আর নগরবাসীকে হাতিরঝিলের পরিবেশ উপহার দিতে সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মেগা প্রজেক্ট হাতে নিয়েছিল সিটি করপোরেশন। এসব প্রজেক্টের একটি ছিল সিদ্ধিরগঞ্জ লেক। সবশেষ ২০১৮-১৯ অর্থবছরে পুনঃখনন, সড়ক, ড্রেন, ওয়াকওয়ে ও ল্যান্ডস্কেপিংয়ের কাজ হাতে নেওয়া হয়। এরপর ২০১৯ সালের ১১ ফেব্রুয়ারি ও ৩ মে দুই ধাপে তৎকালীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী প্রকল্পের কাজের উদ্বোধন করেন।

৫ বছরেও শেষ হয়নি হাতিরঝিল আদলে লেক বাস্তবায়ন প্রকল্প

নাসিক ৩ নম্বর ওয়ার্ডের গলাকাটা পুল থেকে ৮ নম্বর ওয়ার্ডের ভাঙ্গারপুল পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার সৌন্দর্যবর্ধনে ৬৩ কোটি ৪৮ লাখ এবং লেকটির ওপর মোট ছয়টি সেতু নির্মাণে ৩৫ কোটি ৮৪ লাখ ব্যয় নির্ধারণ কর হয়। মূলত জাইকার অর্থায়নে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হয়। উদ্যোগ নেওয়ার বছরখানেকের মধ্যে কাজ সম্পূর্ণ শেষ হওয়ার কথা ছিল। পরে করোনা মহামারি আর অভ্যন্তরীণ ঝামেলার কারণে সেই কাজের মেয়াদ ২০২১ সালে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু তা অতিবাহিত হয়ে ২৫-এ পা রেখেছে দেশ। তবুও লেকের কাজ সম্পূর্ণ শেষ করতে পারেনি সিটি করপোরেশন। সিটি করপোরেশনের তথ্যমতে, এখন পর্যন্ত পুরো প্রকল্পের ৩.৮ কিলোমিটারের কাজ শেষ হয়েছে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই প্রকল্পের আওতায় রয়েছে লেক খননে সাড়ে পাঁচ কিলোমিটার, আরসিসি ড্রেন তৈরিতে চার কিলোমিটার, আরসিসি সড়কে সাড়ে পাঁচ কিলোমিটার, সিসি ব্লক দিয়ে খালের পাড় বাঁধাই, ডিভাইডার ওয়াল নির্মাণে সাড়ে পাঁচ কিলোমিটার, একটি অ্যাম্ফিথিয়েটার, নৌকা চালনার ৯টি ঘাট, তিনটি ভাসমান মঞ্চ, তিনটি ওয়াটার গার্ডেন, তিনটি ঝুলন্ত বাগান, ৯টি পাবলিক টয়লেট, দুটি ফোয়ারা, দুটি ওয়েটিং শেড, ১৫টি প্লান্টার বক্স, ২৮টি ডাস্টবিন, সড়কবাতি সিঙ্গেল ২৮টি এবং ডাবল ১৮২টি, দোলনা ছয়টি, সুইং স্লাইড দুটি, সাতটি ঢেঁকিকল, সেতুর মই তিনটি, ১৩২টি সিটিং বেঞ্চ, তিনটি আরসিসি সেতু এবং তিনটি ফুটওভার ব্রিজ। লেকের কাজটি শুরুর হওয়ার পর থেকে হাতিরঝিলের আদলের এই প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় আছেন নগরবাসী। এটি এখন বিনোদন স্পটে পরিণত হয়েছে।

৫ বছরেও শেষ হয়নি হাতিরঝিল আদলে লেক বাস্তবায়ন প্রকল্প

লেকে হাঁটতে আসা মিঠু নামের এক যুবক জাগো নিউজকে বলেন, ‘প্রকল্পটি পাস হওয়ার পর যেভাবে বলা হয়েছিল তার কিছুই দেখতে পেলাম না। এক বছরের কাজ পাঁচ বছরেও শেষ হয়নি। আমরা নিয়মিত এই লেকে হাঁটি-আড্ডা দেই। আমরা চাই লেকের কাজটি সম্পন্ন হোক। তাতে আমরা প্রাকৃতিক পরিবেশ উপহার পাবো।’

রাফি নামের আরেকজন বলেন, ‘ডিএনডি লেকের কাজ অর্ধেক করেই আটকে রাখা হয়েছে। কাজটি শেষ হলে আমাদের অনেক উপকার হতো।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ইঞ্জিনিয়ার আজগর হোসাইন বলেন, প্রকল্পটি ৫ দশমিক ২ কিলোমিটারের। এরমধ্যে ৩ দশমিক ৮ কিলোমিটারের কাজ সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, প্রকল্পটি মূলত জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (জাইকা) অর্থায়নে ছিল। হঠাৎ জাইকা তা বন্ধ করে দেওয়ায় কাজটি শেষ হয়নি। এখন বাকি যে অংশটুকু রয়েছে সেটুকু নতুন করে বাজেটের পর শেষ করা হবে।

মো. আকাশ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।