নওগাঁয় অস্ত্র ব্যবসায়ী আটক
নওগাঁয় একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, ছয় রাউন্ড গুলিসহ নাসির উদ্দিন (৪০) নামে এক অস্ত্র ব্যবসায়ী আটক করেছে র্যাব-৫। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নওগাঁ সদর সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়ক বলিহার বাবলাতলী মোড়ে একটি বাসে তল্লাশি করে এগুলো উদ্ধার করা হয়। আটক নাসির উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে।
র্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, র্যাব-৫, রাজশাহী এর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প এর একটি অভিযানিক দল মেজর হাসান আরাফাত এর নেতৃত্বে গোপন সংবাদে নওগাঁ-রাজশাহী মহাসড়ক বলিহার বাবলাতলী মোড়ে অবস্থান করে। রাজশাহী থেকে ছেড়ে আসা নওগাঁগামী নোয়াখালী-ব-৩৫৬৯ যাত্রীবাহী বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়।
এসময় যাত্রী নাসির উদ্দিনের সিটের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাসির উদ্দিন দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
আব্বাস আলী/এসএইচএস/পিআর