মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক রাজা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ১২:১২ পিএম, ২৩ জানুয়ারি ২০২৫

দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকার পর মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজাকে ঢাকা থেকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

বুধবার (২২ জানুয়ারি) রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন।

পুলিশ জানায়, আব্দুর রাজ্জাক রাজার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় তিনটি মামলা রয়েছে। গত বছরের ১৮ জুলাই ও ৪ আগস্ট ছাত্র জনতার ওপর সশস্ত্র হামলা, নাশকতা এবং জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় মামলাগুলো দায়ের করা হয়।

গত ৫ আগস্টের পর থেকে তিনি ঢাকায় আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন ধরে তার অবস্থান শনাক্তে কাজ করছিল পুলিশ। অবশেষে ধানমন্ডিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর রাজাকে মানিকগঞ্জে নিয়ে আসা হয়েছে।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন জাগো নিউজকে বলেন, গত রাতে ঢাকা থেকে রাজাকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। আজ তাকে আদালতে হাজির করা হবে।

মো. সজল আলী/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।