হঠাৎ ট্রেন বন্ধে যাত্রীদের দুর্ভোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৭:১৩ পিএম, ২৮ জানুয়ারি ২০২৫

সারাদেশের মতো সিরাজগঞ্জ বাজার রেলস্টেশন থেকেও ছাড়েনি ট্রেন। এতে দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ বাজার রেলস্টেশনে গিয়ে দেখা যায়, সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঠাঁই দাঁড়িয়ে রয়েছে। ভোর ৬টায় সিরাজগঞ্জ বাজার রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল ট্রেনটি। ট্রেন না ছাড়ায় ক্ষুব্ধ হয়ে যাত্রীরা বাড়ি ফিরে যাচ্ছেন। আবার কেউ কেউ বাসযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

হঠাৎ ট্রেন বন্ধে যাত্রীদের দুর্ভোগ

স্টেশনে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে ছিলেন আব্দুল আওয়াল। তিনি জাগো নিউজকে বলেন, ‘একদিন আগে কাউন্টার থেকে টিকিট কেটেছিলাম। আজ ভোরে এসে শুনি ট্রেন ছাড়বে না। পরে টাকা ফেরত দিলো তারা। হঠাৎ করে এভাবে ট্রেন বন্ধ হওয়ায় আমরা দুর্ভোগে পড়েছি।’

সিরাজগঞ্জ রায়পুর রেলস্টেশন মাস্টার ইসমাইল হোসেন জাগো নিউজকে বলেন, পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারাদেশের মতো সিরাজগঞ্জেও ট্রেন চলাচল বন্ধ রেখেছেন রানিং স্টাফরা। তবে যারা স্টেশন থেকে টিকিট কেটেছিলেন, তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে বলে তিনি জানান।

এম এ মালেক/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।