ধামইরহাটে জামায়াতের আমীর গ্রেফতার


প্রকাশিত: ০২:৫৯ এএম, ১৯ মে ২০১৬

নাশকতার মামলার আসামি নওগাঁর ধামইরহাট উপজেলা জামায়াতের আমীর এনামুল হককে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার আমাইতাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত এনামুল হক উপজেলার আলমপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

ধামইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান জানান, ২০১৫ সালে সারাদেশে জামায়াত-বিএনপির তাণ্ডবের সময় ৯ ফেব্রুয়ারি উপজেলার ফার্সি পাড়ায় একটি গাড়ি পোড়ানো হয়। এ ঘটনায় ১২৩ জনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় এনামুল হক এজাহারভুক্ত ৩৭ নম্বর আসামি। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন।

তিনি আরো জানান, গোপন সংবাদে জানা যায় এনামুল হক উপজেলার ওই আমাইতাড়া বাজারে অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আব্বাস আলী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।