মেঘনায় গুলিতে দুজন নিহতের ঘটনায় মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৪:২১ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

চাঁদপুর ও মুন্সিগঞ্জের নৌ সীমানার মেঘনা নদীতে ডাকাত দলের গুলিতে দুজন নিহত হওয়ার ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এতে ডাকাত সর্দার জহিরুল ইসলাম ওরফে কানা জহিরকে প্রধান আসামি করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে চাঁদপুরের উত্তর মতলব থানায় এ মামলা করেন নিহত রাসেল ফকিরের মা আনোয়ারা বেগম। উত্তর মতলব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলায় ১১ জনের নাম উল্লেখ ও ১২-১৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম নৌ পুলিশ করবে।

এর আগে গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাষানচর গ্রামের সামনে কলাকান্দি নামক স্থানে মেঘনা নদীতে নৌ-ডাকাত জহিরুল ইসলাম ওরফে কানা জহির ও কিবরিয়া মিজির দুই দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাসানচরের রাসেল (৩২) ও চাঁদপুরের মতলব থানাধীন ২৯ বছর বয়সি রিফাত নিহত হন। এ ছাড়া আইয়ুব আলী (৩২) নামে এক যুবক পায়ে গুলিবিদ্ধ হন।

শরীফুল ইসলাম/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।