তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৮:২৪ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৫

ভোলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাড়ির ভাঙচুর ও আগুন দিয়েছে ছাত্র-জনতা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার একটি বিক্ষোভ মিছিল নিয়ে ভোলার শহরের গাজীপুর রোড এলাকার তোফায়েল আহমেদের বাড়িতে গিয়ে প্রথমে ভাঙচুর করেন তারা। পরে আগুন দেওয়া হয়।

এর আগে শেখ হাসিনার অনলাইনে ভাষণ দেওয়ার প্রতিবাদে বুধবার রাত সাড়ে ৯টায় ভোলা প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে কালি নাথ রায়ের বাজার এলাকায় শহীদ নুরে আলম চত্বরে দিয়ে সমাবেশ করেন ছাত্র ও জনতা।

জুয়েল সাহা বিকাশ/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।