ছাত্রলীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০২:৩৪ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৫

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুমকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখায় এলএলবি পরীক্ষা দিতে এলে শিক্ষার্থী ও স্থানীরা তাকে আটক করে।

মাহমুদুর রহমান মাসুম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিশ্ববিদ্যালয় সংলগ্ন সালমানপুর গ্রামের বাসিন্দা।

কলেজের একাধিক শিক্ষার্থী জানান, ছাত্র আন্দোলন দমনে সরাসরি অংশ নিয়েছিলেন মাসুম। ৫ আগস্ট পরবর্তী ছাত্রদের করা একাধিক মামলার আসামিও তিনি। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তার বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজি, নিয়োগ-বাণিজ্য, যোগ্যতা পূরণ না করার পরও জোর করে স্ত্রী রিজোয়ানা করিমকে নিয়োগ দেওয়াসহ অসংখ্য অভিযোগ রয়েছে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ছাত্র-জনতা মাসুমকে আটক করে পুলিশে খবর দিলে ভিক্টোরিয়া ক্যাম্পাস থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

জাহিদ পাটোয়ারী/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।