বিনিয়োগ সম্মেলন

দেশে পানি শোধনাগার নির্মাণ ও স্বাস্থ্যখাতে বিনিয়োগে সমঝোতা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ১০ এপ্রিল ২০২৫

ঢাকাসহ বিভিন্ন শহরে সুপেয় পানি শোধনাগার তৈরি করবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান কোয়েস্ট ওয়াটার গ্লোবাল। আর ক্যানসার হাসপাতাল তৈরিসহ স্বাস্থ্যখাতে বেসরকারি পর্যায়ে শত মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের লক্ষ্যে সমঝোতা সই করেছে সংযুক্ত আরব আমিরাতের দুই প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিডার জনসংযোগ দপ্তর এ তথ্য জানায়। বিনিয়োগ সামিটের শেষ দিনে এসব চুক্তি স্বাক্ষর হয়।

বিডার জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মন্ডল জানান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতপত্রে সই করে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি কোয়েস্ট ওয়াটার গ্লোবাল। তারা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপদ পানির যোগান দিতে শোধনাগার নির্মাণে কাজ করবে। সমঝোতা সইয়ের সময় ওয়াসার প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগের আভাস এসেছে বিনিয়োগ সম্মেলনে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান দ্য এন্টারপ্রেনার্স গ্রুপ বাংলাদেশের বিকন ফার্মাসিটিক্যালস এ বিনিয়োগ যোগান দেবে। আর এ অর্থায়নে সহযোগিতা করবে হাসান মহিন চার্টার্ড অ্যাকাউন্টস।

বিকন বাংলাদেশ ক্যানসার চিকিৎসার হাসপাতালসহ বিভিন্ন উদ্যেগ ১০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ চাচ্ছে। এসময় প্রতিষ্ঠান দুটি ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গেও বিনিয়োগের জন্য সমঝোতাপত্রে সই করে।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আরেক প্রতিষ্ঠান জেপিজি ইনভেস্টমেন্টও স্বাস্থ্য খাতে বিনিয়োগ যোগাতে সমঝোতা সাক্ষর করে। এসময় সমঝোতায় সমন্বয় করে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ।

এছাড়া কৃষি খাতে নেদারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান সিড এন এল বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের সঙ্গে সমঝোতা সই করে। তারা দেশের বীজ ব্যবস্থাপনাসহ কৃষিখাতে উন্নয়নে বিনিয়োগ করবে।

এসএম/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।