ঈদের পর দাপট দেখালো হাইডেলবার্গ সিমেন্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:২১ পিএম, ১২ এপ্রিল ২০২৫

ঈদের পর গত সপ্তাহে শেয়ারবাজারে লেনদেন হওয়া বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমলেও দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট। এক শ্রেণীর বিনিয়োগকারীদের কাছে এই কোম্পানিটির শেয়ার বিনিয়োগের ক্ষেত্রে আগ্রহের শীর্ষে চলে আসে। এতে সপ্তাহজুড়ে দাম বেড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে কোম্পানিটির শেয়ার।

গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২৭ দশমিক ৩৬ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৫৯ টাকা ২০ পয়সা। এতে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম সম্মেলিতভাবে বেড়েছে ৩৩৪ কোটি ৫০ লাখ ১১ হাজার ৯৩৬ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ২৭৩ টাকা ৬০ পয়সা, যা আগের সপ্তাহের শেষে ছিল ২১৪ টাকা ৪০ পয়সা ।

শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। সর্বশেষ ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে ২০২২ সালে ১০ শতাংশ নগদ, ২০২১ সালে ২৬ শতাংশ নগদ, ২০২০ সালে ২০ শতাংশ নগদ, ২০১৮ সালে ৭৫ শতাংশ নগদ, ২০১৭ সালে ১৫০ শতাংশ নগদ, ২০১৬ ও ২০১৫ সালে ৩০০ শতাংশ করে নগদ এবং ২০১৪ ও ২০১৩ সালে ৩৮০ শতাংশ করে নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি।

কোম্পানিটর মোট শেয়ার সংখ্যা ৫ কোটি ৬৫ লাখ ৩ হাজার ৫৮০টি। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৬০ দশমিক ৬৭ শতাংশ আছে। বাকি শেয়ারের মধ্যে ১০ দশমিক ৮৭ শতাংশ আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৮ দশমিক ৪২ শতাংশ এবং বিদেশিদের কাছে দশমিক শূন্য ৪ শতাংশ আছে।

হাইডেলবার্গ সিমেন্টর পরে গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড। সপ্তাহজুড়ে এই মিউচুয়াল ফান্ডটির দাম বেড়েছে ২৩ দশমিক ৫৩ শতাংশ। ২০ শতাংশ দাম বাড়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- ইস্টার্ণ লুব্রিকেন্টের ১৮ দশমিক শূন্য ৬ শতাংশ, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ানের ১৭ দশমিক ১৪ শতাংশ, ইর্স্টার্ণ কেবলসের ১৬ দশমিক ৩৩ শতাংশ, এমবি ফার্মার ১৪ দশমিক ৯১ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পের ১৪ দশমিক ১৪ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৪ দশমিক শূন্য ৫ শতাংশ এবং জেএমআই সিরিঞ্জ ও মেডিক্যাল ডিভাইসের ১৩ দশমিক ৬১ শতাংশ দাম বেড়েছে।

এমএএস/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।