আইএমএফ বেশি শর্ত দিলে ঋণ থেকে সরে আসবে বাংলাদেশ: আনিসুজ্জামান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১১ পিএম, ০৩ মে ২০২৫

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, ঋণের অর্থছাড় করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যদি বেশি শর্ত দেয় তাহলে বাংলাদেশ সেখান থেকে সরে আসবে।

শনিবার (৩ মে) কৃষিতে বাজেট ২০২৫-২৬ টেকসই প্রবৃদ্ধির রূপরেখা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে অনুষ্ঠিত সেমিনারটির আয়োজন করে কৃষি অর্থনীতি সমিতি।

আনিসুজ্জামান বলেন, সংস্থাটির সব শর্ত মানলে অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়বে। আমরা একটি ভারসাম্যপূর্ণ ও টেকসই অর্থনীতি গড়ার চেষ্টা করছি। বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উত্তরণের এ সময়ে কঠিন শর্ত মেনে নেওয়া যৌক্তিক হবে না। প্রয়োজন হলে আমরা বিকল্প পথ খুঁজে নেবো।

উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, ছয় মাসের মধ্যে দেশের অর্থনীতিকে আইসিইউ থেকে বের করে এনেছি। রুগণ দশা কেটে গেছে। ভয় পাবেন না, আমরা আছি।

কৃষি বাজেট প্রসঙ্গে আনিসুজ্জামান বলেন, কৃষি গবেষণা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রান্তিক কৃষকের অবস্থা জানতে হবে। কৃষি হচ্ছে আমাদের মেরুদণ্ড। কৃষির উন্নয়নে আমাদের কাজ করতে হবে। তিনটি সেক্টর বাংলাদেশের রূপান্তরে ভূমিকা রাখছে।

সেগুলো হলো- গার্মেন্টস, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এবং কৃষি সেক্টর। তিনটির মধ্যে গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে কৃষি সেক্টর। খাদ্যনিরাপত্তার জন্য কৃষিকে উপেক্ষা করতে পারবো না। অনেকে বলছেন, কৃষির গ্রোথ (বিকাশ) কম। গ্রোথ বাড়ানো যাবে। তবে আমাদের কোয়ালিটি গ্রোথ বাড়াতে হবে।

কৃষি অর্থনীতি সমিতির সভাপতি আহসানুজ্জামান লিন্টুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম প্রমুখ।

এনএইচ/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।