এলএনজি আমদানি

৫০ শতাংশ ইনভয়েস পরিশোধে পেট্রোবাংলা-কৃষি ব্যাংক চুক্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২২ পিএম, ০৫ মে ২০২৫
পেট্রোবাংলা ও কৃষি ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক সই

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের মধ্যে কাতার এনার্জি হতে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আমদানিকৃত এলএনজি’র বিপরীতে ৫০ শতাংশ ইনভয়েস পরিশোধের লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

সোমবার (৫ মে) পেট্রোবাংলার সভাকক্ষ-১ এ এই এমওইউ স্বাক্ষরিত হয়।

পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা বিভাগীয় মহাব্যবস্থাপক গোলাম মো. আরিফ, মহাব্যবস্থাপক (হিসাব) মো. আব্দুল জলিলসহ কৃষি ব্যাংক ও পেট্রোবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পেট্রোবাংলার পক্ষে সংস্থার সচিব (ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক) মো. আমজাদ হোসেন এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের পক্ষে কাওরান বাজার শাখার উপমহাব্যবস্থাপক আশীষ কুমার দাস এমওইউ স্বাক্ষর করেন।

এনএস/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।