কৃষি ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৪ এএম, ২৭ মে ২০২৫
প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়

বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ আয়োজিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) স্টাফ কলেজ মিলনায়তনে ব্যাচ-৬০ ও ৬১ (২০২৪-২০২৫) এর সমাপনী অনুষ্ঠান হয়।

এতে সভাপতিত্ব করেন স্টাফ কলেজের অধ্যক্ষ এ এইচ এম মাহবুবুল বাসেত ভূঞা।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহিদ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহা. খালেদুজ্জামান।

অনুষ্ঠানে বক্তারা প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, দক্ষ মানবসম্পদ উন্নয়নের জন্য এমন প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজনীয়। তারা প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে কাজে লাগিয়ে ব্যাংকের কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও উপহার হিসেবে বই বিতরণ করা হয়।

ইএআর/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।