বাবার যত্নে ওষুধ-মেডিকেল টেস্ট-চেকআপে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ১৭ জুন ২০২৫
স্বাস্থ্যসেবায় বিকাশের বিশেষ অফার

বাবা দিবস উপলক্ষ করে বাবার যত্নে ওষুধ কেনা থেকে মেডিকেল টেস্ট, হেলথ চেকআপে নির্দিষ্ট ফার্মেসি, ডায়াগনস্টিক সেন্টার এবং হাসপাতালে বিকাশ পেমেন্টে থাকছে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক। সেই সঙ্গে বিকাশ অ্যাপ থেকেই বাবার জন্য লাইফ ও হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান কেনায়ও থাকছে ক্যাশব্যাক।

বাবা মানেই নির্ভরতা— জীবনের প্রতিটি ধাপে যিনি ছায়ার মতো পাশে ছিলেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের যত্নের প্রয়োজনও বাড়ে—ওষুধ কেনা থেকে শুরু করে নিয়মিত মেডিকেল টেস্ট, হাসপাতালের খরচ কিংবা হেলথ ইন্স্যুরেন্সের মতো বিষয়গুলোয় সময়মতো দেকভাল করতে পারলেই প্রিয় এই মানুষটাকে স্বস্তি দেওয়া যায়। তাদের জন্য ওষুধ কিনতে লাজ ফার্মা, তামান্না ফার্মেসি, একেএস ফার্মেসিসহ দেশজুড়ে প্রায় তিন হাজার ফার্মেসিতে বিকাশ পেমেন্ট করার সময় ‘H1’ কোড দিয়ে পেমেন্ট করলেই গ্রাহকরা পাচ্ছেন ৫ শতাংশ করে ২৫ টাকা পর্যন্ত ডিসকাউন্ট।

বাবার যত্নে ওষুধ-মেডিকেল টেস্ট-চেকআপে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট

দিনে একবার এবং অফার চলাকালে সর্বোচ্চ চারবার ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা। ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত চলা এই অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে

এদিকে, মেডিকেল টেস্ট করতে পপুলার ডায়াগনস্টিক, মেডিনোভা, ব্র্যাক হেলথকেয়ারসহ দেশজুড়ে প্রায় ৪৫০টি ডায়াগনস্টিক সেন্টারে ন্যূনতম এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করার সময় ‘H2’ কোড দিয়ে পেমেন্ট করলেই গ্রাহকরা পাচ্ছেন ১০০ টাকা ডিসকাউন্ট। দিনে একবার এবং অফার চলাকালে সর্বোচ্চ দুবার ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা। ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত চলা এই অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে

এছাড়া এসপেরিয়া হেলথকেয়ার ও সাজিনাজ হসপিটালের নির্দিষ্ট হেলথ চেকআপ প্যাকেজে বিকাশ পেমেন্টে থাকছে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে

ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।