পুঁজিবাজারে চার প্রতিষ্ঠানকে জরিমানা


প্রকাশিত: ০২:৪২ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৪

আইন লঙ্গন করে মূলধন সংগ্রহ ও শেয়ার বন্টন কারায় চার প্রতিষ্ঠানকে ১৮ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার বিএসইসির  ৫৩৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

জরিমানা হওয়া প্রতিষ্ঠানগুলো হলো: এমপি স্পিনিং মিলসকে, ফার্স্ট সিকিউরিটিজ সার্ভিসেস লিমিটেড, এমএএইচ সিকিউরিটিজ লিমিটেড এবং ইবিএল সিকিউরিটিজ লিমিটেড।

জরিমানা ধার্য করা হয় যথাক্রমে ১০ লাখ টাকা, ৫ লাখ টাকা, এক লাখ টাকা এবং ২ লাখ টাকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।