প্রভিশন সংরক্ষণের সময় বৃদ্ধি


প্রকাশিত: ০৩:১১ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৪

পুঁজিবাজারে বিনিয়োগ থেকে সম্ভাব্য ক্ষতির বিপরীতে সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণে আরো একবছর সময় বাড়িয়ে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার বিএসইসির ৫৩৪ তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

প্রভিশন সংরক্ষণের সময় ডিসেম্বর ২০১৪ থেকে ডিসেম্বর ২০১৫ পর্যন্ত বাড়ানো হয়েছে। এই প্রভিশন সমান ত্রৈমাসিক ৫ কিস্তিতে সংরক্ষণ করা যাবে।

উল্লেখ্য, চলতি বছরের ডিসেম্বরে এই ছাড়ের মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আবেদনের প্রেক্ষিতে এ সময় বাড়ানো বিএসইসির আজকের সভায় এ সিদ্ধান্ত নিয়েছে বলে সাইফুর রহমান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।