একনেকে ৫ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৮হাজার ৪শ ৪ কোটি টাকার ৫টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেন।
অনুমোদিত ৫টি প্রকল্পের মধ্যে ৪টি নতুন এবং ১টি সংশোধিত প্রকল্প রয়েছে। মোট ব্যয়ের ১৪ হাজার ২শ ১২ কোটি টাকা সরকার বহন করবে ও প্রকল্প সাহায্য ৪ হাজার ১শ ৯২ কোটি টাকা।
সভায় একটি সংশোধিত প্রকল্পের অনুমোদন দেয়া হয়। সংশোধিত এ প্রকল্পের নাম তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী(পিইডিপি - ৩)-১ম সংশোধিত। প্রাথমিক বিদ্যালয় গমনোপযোগী সব ছেলে-মেয়ে যাতে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে পাঁচ বছর মেয়াদী শিক্ষা শেষ করতে পারে সে জন্যই প্রকল্পটি হাতে নেয়া হয়। প্রকল্পটি ২০১১ সালের আগস্টে যখন প্রথম অনুমোদিত হয় তখন এর ব্যয় ধরা হয়েছিল ২২ হাজার ১শ ৯৬ কোটি টাকা। সংশোধিত প্রকল্প হিসেবে আজকের একনেক সভায় অনুমোদিত হওয়ার পর এর ব্যয় নির্ধারণ করা হয় ১৮ হাজার ১ শ ৫৪ কোটি টাকা। ৪ হাজার ৪২ কোটি টাকা ব্যয় কমানো হয়।
মন্ত্রী বলেন, মূল অনুমোদিত প্রকল্পে উপবৃত্তি কর্মসূচী এবং শিক্ষার জন্য খাদ্য কর্মসূচীতে যথাক্রমে ৩ হাজার ৩শ ৫১ কোটি টাকা ও ১ হাজার ৯শ ৫৭ কোটি টাকা বরাদ্দ ছিল। কিন্তু এ দুটো কর্মসূচীর জন্য আলাদা আলাদা প্রকল্প ইতোমধ্যে নেওয়া হয়েছে। এজন্যই সংশোধিত প্রকল্প থেকে এ দুটো কর্মসূচী বাদ দেয়া হয়েছে। ফলে প্রকল্প ব্যয় কমে এসেছে। প্রকল্পটির বাস্তবায়নকাল ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে সরকার।
সভায় শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত নতুন ৩টি প্রকল্পেরও অনুমোদন দেয় হয়। এর মধ্যে একটি রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্রী হল নির্মাণ করতে যাচ্ছে সরকার । এজন্য বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্প নামক ৭৪ কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করবে। ১০০০ আসনের ছাত্রী হল, ড.ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট স্থাপন এবং কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিরিয়ারিং বিভাগ এবং ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণা ল্যবরেটরিও এ প্রকল্পের আওতায় স্থাপিত হবে।
অপরদিকে, ভোলায় একটি টেক্সটাইল ইনস্টিটিউট তৈরি করবে সরকার। এজন্য একনেকে একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। প্রকল্পটির নাম ভোলা টেক্সটাইল ইন্সটিটিউট স্থাপন প্রকল্প। সম্পূর্ণ সরকারি অর্থায়নে ৬৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে বস্ত্র পরিদপ্তর। এর বাস্তবায়ন কাল ধরা হয়েছে ২০১৪ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন।
এছাড়া রাজশাহী ও চট্টগ্রামে আধুনিক প্রশিক্ষণ সুবিধাদিসহ দুটি ক্রীড়া স্কুল প্রতিষ্ঠা করবে সরকার। সম্পূর্ণ সরকারি অর্থায়নে ৭৯ কোটি টাকায় বিকেএসপি এটি বাস্তবায়ন করবে। এর বাস্তবায়ন কাল ধরা হয়েছে জুলাই, ২০১৪ থেকে জুন, ২০১৭ পর্যন্ত।
চুয়াডাঙ্গায় একটি শিল্পনগরী স্থাপন করতে যাচ্ছে সরকার। একনেক সভায় এ সম্পর্কিত একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। অনুমোদিত প্রকল্পটির নাম বিসিক শিল্পনগরী, চুয়াডাঙ্গা। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন(বিসিক) সম্পূর্ণ সরকারি অর্থায়নে ৩২ কোটি টাকায় জুলাই, ২০১৪ থেকে জুন, ২০১৭ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়িত করবে।
সভায় জানানো হয় এ প্রকল্পের আওতায় ১৬৯টি ক্ষুদ্র ও মাঝারী শিল্প ইউনিট স্থাপন করা হবে।
-এসএ/বিএ