ব্যাংকগুলোকে আউটসোর্সিং নীতিমালা করার নির্দেশ
বাংলাদেশে কার্যরত বাণিজ্যিক ব্যাংকগুলোকে আউটসোর্সিং নীতিমালা করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোকে এ সংক্রান্ত একটি নীতিমালা করে তা ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে অনুমোদন করে নিতে হবে। নীতিমালা করতে একটি খসড়া নির্দেশনায় আউটসোর্সিং এর ব্যাংক কি কাজ করতে পারবে এবং না পারবে তাও বলে দিয়েছে।
সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
এতে বলা হয়, ব্যাংকগুলো তার মূল কাজ কোন ভাবেই আউটসোর্স করতে পারবে না।