পদক নিতে ঢাকা ছাড়লেন আতিউর
এশিয়ার সেরা ব্যাংকারের পদক নিতে যুক্তরাজ্যে গেলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। বুধবার সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সহকারি মুখপাত্র এএফএম আসাদুজ্জামান।
তিনি জাগোনিউজকে বলেন, পদক আনতে ঢাকা ছেড়েছেন গভর্নর। লন্ডনে গভর্নর প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দিবেন। আগামী ৮ ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।
এসএ/এএইচ/আরআই