তেঁতে উঠেছে কাঁচা বাজার
শীতের আগে তেঁতে উঠেছে রাজধানীর কাঁচা বাজার। প্রত্যেকটি সবজির দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ১০ টাকা। একই অবস্থা মাছ বাজারেও। গত সপ্তাহের তুলনায় কিছুটা চড়া ইলিশের দাম।এছাড়া বেড়েছে অন্যান্য মাছের দামও।
বিক্রেতাদের দাবি, শীত শুরুর আগে প্রতিবারই সবজির দাম কিছুটা বেশি থাকে। তবে শীতে দাম কমবে বলে জানান তারা। যদিও এ বিষয়ে মোটেও আস্থা নেই ক্রেতাদের।
রাজধানীর শেওড়াপাড়া, কাজিপাড়া, কাফরুল ও কচুক্ষেত বাজার ঘুরে দেখা গেছে, মানভেদে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়, কাঁচা মরিচ ১২০ থেকে ১৪০, টমেটো ১০০ থেকে ১২০, গাজর ৯০ থেকে ১০০, শশা ৬০ থেকে ৮০, করলা ৬০ থেকে ৭০, ঝিঙ্গা ৭০ থেকে ৮০, পটল ৭০ থেকে ৮০, কাকরোল ৭০ থেকে ৮০, ঢেঁড়স ৭০, পেঁপে ৩৫ থেকে ৪০, ধুন্দল ৭০ থেকে ৮০, ররবটি ৮০, কচুর ছড়ি ৬০ থেকে ৭০, লতি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
বেড়েছে সাদা গোল আলুর দামও।শুক্রবার প্রতিকেজি আলু বিক্রি হয়েছে ৩০ থেকে ৩৫ টাকায়। গত সপ্তাহে এসব আলুর দাম ছিল ২৫ থেকে ৩০ টাকা।
খুচরা ব্যবসায়ী মজিদ জানান, দাম বেশী হলেও বাজারে নিত্যপণ্যের কোনো সঙ্কট নেই। বিক্রিও হচ্ছে হরদম।
কাফরুর বাজারের কাঁচাপণ্যের ব্যবসায়ী আমির হোসেন জাগো নিউজকে জানান, বাজারে এখন সব পণ্যের দামই বেশি। তবু বেচাকেনা ভালই।
এদিকে, বাজারে মানভেদে প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, প্রতিকেজি দেশি পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকায়, দেশি রসুন ৯০ থেকে ১৬০ এবং আমদানি করা রসুন ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রতিকেজি আদা ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ১১০ থেকে ১২০ টাকা।
অপরদিকে, বাজারে ডিমের দাম সামান্য বেড়েছে। খুচরা বাজারে প্রতি হালি ব্রয়লার মুরগির ডিম ৩৬ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি হালি হাসের ডিম ৪০ টাকা।
তবে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম (সাদা) ১৪৫ থেকে ১৫৫ টাকা । গত সপ্তাহে বিক্রি হয়েছে ১৬০ টাকা থেকে ১৬৫ টাকায়।
মাছের বাজারে প্রতি কেজি রুই ৩৬০-৪০০ টাকা, কাতলা ৪০০-৫০০ টাকা, তেলাপিয়া ১৬০-২৫০, সিলভার কার্প ১৮০-২০০ টাকা, আইড় ৪৫০-৮০০ টাকা, গলদা চিংড়ি ৬০০-১৪০০ টাকা, পুঁঠি ১৮০-২০০ টাকা, পোয়া ৪০০-৪৫০ টাকা, মলা ৩২০-৩০০ টাকা, পাবদা ৫০০-৬০০ টাকা, বোয়াল ৪৫০-৫০০ টাকা, শিং ৬০০-৮০০, দেশি মাগুর ৬৫০-৭০০ টাকা, শোল মাছ ৪০০-৬০০ টাকা, পাঙ্গাস ১৪০-১৬০ টাকা, চাষের কৈ ২৫০-২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে, বাজারে গরুর মাংসের দাম অপরিবর্তিত আছে। প্রতিকেজি গরুর মাংস ৪২০ থেকে ৪৩০ টাকায় বিক্রি হচ্ছে।
আরএম/এএইচ/পিআর