৩শ’ মিলিয়ন মার্কিন ডলার দেবে বিশ্বব্যাংক


প্রকাশিত: ০৪:০০ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৫

অতি দরিদ্রদের জন্য ইনকাম সাপোর্ট কর্মসূচি (আইএসপিপি) প্রকল্প বাস্তবায়নে বিশ্বব্যাংক বাংলাদেশকে ৩শ’ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা প্রদান করবে। এ লক্ষ্যে সোমবার বিকেল ৪টায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এনইসি-২ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হবে।

রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং বিশ্বব্যাংকের পক্ষে বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মি. জোহান্নেস জাট ঋণ চুক্তিতে স্বাক্ষর করবেন।

উল্লেখ্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে আইএসপিপি প্রকল্পটি বাস্তবায়িত হবে।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।