বাণিজ্য মেলায় রফতানি আদেশ বেড়েছে


প্রকাশিত: ১১:৩৭ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৫

চলমান রাজনৈতিক সহিংসতার মধ্যেরও বাণিজ্য মেলায় রফতানি আদেশ ১৫ কোটি টাকা বেড়েছে।
মঙ্গলবার ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্য মেলা ২০১৫ এর সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা জানান।

মন্ত্রী বলেন, বাণিজ্য মেলায় ৯৫ কোটি টাকা রফতানি আদেশ পাওয়া গেছে। যা গত বছরের চেয়ে ১৫ কোটি টাকা বেশি। গত বছর রফতানি আদেশ হয়েছিল ৮০ কোটি টাকা। হরতাল-অবরোধ ও রাজনৈতিক সহিংসতার মধ্যেও দেশের অর্থনীতি ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। চলমান নাশকতার মধ্যেও বাণিজ্য মেলায় রফতানি আদেশ বেড়েছে এটাই তার প্রমাণ।

মন্ত্রী আরও বলেন, রাস্তার যানজট বাণিজ্য মেলার দশনার্থীর ভিড় দেখে বুঝা যাচ্ছে জনগণ হরতাল-অবরোধ প্রত্যাখ্যান করেছে। যারা সন্ত্রাসী কার্যকলাপ করে, নাশকতা চালায়, মায়ের কোল খালি করে, যারা নিরীহ-নিরপরাধ মানুষকে পেট্রল বোমা মেরে হত্যা করে, জঙ্গিবাদ করছে তাদের সাথে সংলাপের প্রশ্নেই আসে না।

এবারের বাণিজ্য মেলায় ১০ ক্যাটাগরিতে ২৮টি পুরষ্কার প্রদান করা হয়েছে। মেলার সমপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান সুভাশীষ বসু উপস্থিত ছিলেন।

এসআই/এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।