সুইজারল্যান্ডে এইচএসবিসি ব্যাংকে তল্লাশি


প্রকাশিত: ০৫:৩৭ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

সুইজারল্যান্ডের রাষ্ট্রপক্ষের আইনজীবী জেনেভায় এইচএসবিসি ব্যাংকের শাখায় তল্লাশি চালিয়েছে।  অর্থ পাচার সংশ্লিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এই তল্লাশি অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

আইনজীবী কর্তৃপক্ষ জানিয়েছে, এইচএসবিসি সুইস প্রাইভেট ব্যাংক এবং অর্থ পাচারের সাথে জড়িত ব্যক্তিদের সন্ধান করছে।  ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সুইস সরকারকে তদন্তে সহযোগিতা করছে।

ব্যাংকটি কিছু ক্ষমতাশীল গ্রাহককে কর ফাঁকি দেয়ায় সহায়তা করছে এমন অভিযোগ ওঠার পরই এই তল্লাশি অভিযান চালানো হয়।  এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যাং কর্তৃপক্ষ কয়েকটি পত্রিকায় দুঃখ প্রকাশ করে বিবৃতি ছাপিয়েছে।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।