ষষ্ঠ দিনে সূচকের সামান্য বৃদ্ধি
পাঁচ কার্যদিবস টানা দর পতনের পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার উভয় শেয়ারবাজারে সূচক সামান্য বেড়েছে। বেড়েছে টাকার লেনদেনের পরিমাণও। দিনশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে মাত্র ২ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৩৪ পয়েন্ট। কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর।
বুধবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে চার হাজার ৩৪৭ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৬২ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৭১ পয়েন্টে অবস্থান করছে।
বুধবার লেনদেন হয়েছে ৩৭১ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ৪৬ কোটি টাকা বেশি। মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩২৫ কোটি টাকা।
ডিএসইতে ৩০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১২০টির দাম বেড়েছে, কমেছে ১৪৮টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৩৪ পয়েন্ট কমে ৮ হাজার ১২৭ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে।
এর মধ্যে দর বেড়েছে মাত্র ৯২টির, কমেছে ১১৩টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩০ কোটি টাকা।
এসআই/এএইচ/বিএ/আরআই